ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পল্লী চিকিৎসককে বিবস্ত্র করে নির্যাতন : গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ১৮ জানুয়ারি ২০২১

নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামে অনৈতিক কাজের অপবাদ দিয়ে এক পল্লী চিকিৎসককে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এখন এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি জানান, ‘গত ১ জানুয়ারি ওই এলাকার কিছু উৎশৃঙ্খল বখাটে যুবক অনৈতিক কাজের অপবাদ দিয়ে স্থানীয় ওই পল্লী চিকিৎসক ও একজন গৃহবধূকে মারধর করে। পরে তাদেরকে একটি গাছের সঙ্গে বেঁধেও নির্যাতন করা হয়। এক পর্যায়ে নির্যাতনের ঘটনাটি তারা মোবাইলে ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।’

পুলিশ সুপার জানান, ‘বিষয়টি পুলিশের নজরে আসলে গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে নির্যাতনের শিকার ওই পল্লী চিকিৎসক বাদী হয়ে হাতিয়া থানায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতা করে। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি