ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাঝ নদীতে উল্টে গেল ট্রলার, যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৩, ১৮ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবিতে সাদ্দাম হোসেন রনি (২৮) নামে এক পোশাক শ্রমিক নিখোঁজ রয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে নবীগঞ্জ গুদারা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাদ্দাম হোসেন রনি বন্দরের নবীগঞ্জের অলেম্পিয়া হাউজ এলাকার মোসলেম উদ্দিন ভূইয়ার ছেলে ও একটি পোশাক কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পোশাক কারখানায় কাজে যোগদান করার জন্য সকাল ৯টার দিকে নবীগঞ্জ গুদারা ঘাট থেকে ট্রলারে করে নদী পার হওয়ার সময় অতিরিক্ত কুয়াশার কারণে যাত্রী বোঝাই ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলারটি কুয়াশার কারণে মাঝ নদীতে উল্টে গিয়ে ডুবে যায়। যাত্রীরা সাতঁরে তীরে উঠলেও এক যাত্রী সাতাঁর না জানায় তিনি নিখোঁজ হন। নিখোঁজ সাদ্দাম হোসেন রনিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি করছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি