ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২৬ মে ২০১৭ | আপডেট: ২০:১৭, ২৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মুক্তার হোসেন নিহত হয়েছে।
পুলিশ জানায়, মুক্তার দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিলো। গতকাল তাকে আ্টক করা হয়। ভোররাতে তাকে নিয়ে অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযানে গেলে বিরুলিয়া এলাকায় সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এসময় মুক্তার হোসেন নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মুক্তারের বিরুদ্ধে নারী পাচার ও মাদক বিক্রিসহ প্রায় ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি