ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাদক পাচার রোধে বিএসএফ’র সহযোগিতা চায় বিজিবি

মৌলভীবাজার  প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪৭, ১৯ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর চেক পোষ্টের ওপারে (ভারত অংশে) বাংলাদেশ-ভারতের দুই সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ’র ও সেক্টর কমান্ডার পর্যায়ে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধা ৫টা পরর্যন্ত চলা এ বৈঠকে মাদক পাচার রোধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ মঈন।

মেজর মোহাম্মদ মঈন বলেন,  ‘বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে সীমান্ত পারাপার ও শূন্যরেখা অতিক্রম এবং মাদকদ্রব্য প্রবেশের ব্যাপারে বিএসএফ’র প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোড়ালো আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানসহ উভয় দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা করা হয়।’

বৈঠক শেষে ভারতের বিএসএফ’র পানিসাগর হেড কোয়াটারের ডিআইজি রাজীব দোহা বলেন, ‘সীমান্তের নানা বিষয়ে প্রতি তিন মাস পর পর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হওয়ার কথা থাকলেও করোনার কারণে এ বৈঠকটি বিলম্বিত হয়। তবে বৈঠক সফল হয়েছে। বৈঠকে দুই দেশের সীমান্তে নিরাপত্তা আরো জোড়দারের পাশাপাশি সীমান্তের ছোটকাটো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় করোনাকালে উভয়দেশের সরকারের বিধি মোতাবেক যাত্রী আসা যাওয়ার বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়।’

দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে বর্ডার কো-অডিনেশন বৈঠকে শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্নেল মাহফুজুর রহমান, শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুল ইসলাম উপস্থিত উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএসএফ’র  পানিসাগরের সেক্টর হেড কোয়ার্টারের  ডিআইজি  রাজীব কুমার দোহা, বিএসএফ ২০ ব্যাটালিয়ানের কমানডেনট সংকট প্রসাদসহ দুই দেশের অন্যান্য ঊর্ধ্বতন অফিসাররা অংশ নেন। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি