ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

খুলনায় বিএনপি নেতা ও তার দেহরক্ষী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৬ মে ২০১৭ | আপডেট: ২০:১০, ২৬ মে ২০১৭

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু এবং তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার  রাতে ফুলতলায় মিঠুর নিজ কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় আরো দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে  নিজ কার্যালয়ে বসে কাজ করছিলেন আলাউদ্দীন। এ সময় পাঁচ-ছয়জনের একটি দল এসে তার মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মিঠুর  দেহরক্ষীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় নওশেরকে খুলনা  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত আলাউদ্দীন ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি