ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৮, ১৯ জানুয়ারি ২০২১

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলষ্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় রনি আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। 

সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যায় । নিহত রনি উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আত্রাই থানার ওসি জানান, সোমবার বেলা ১১টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রণি কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে প্লাটফরমের দিকে আসছিল। এসময় রাজশাহী অভিমুখী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনের চালক বারংবার বাঁশি বাজালেও সে তা শুনতে না পারায় রেললাইন দিয়ে হাঁটতে থাকে। একপর্যায় ট্রেনের ধাক্কায় সে রেল লাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে দুপুরেই তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তার মৃত্যু হয়। 
কে আই//  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি