ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ভাস্কর্য সরানোর প্রতিবাদের বিক্ষোভে পুলিশের বাধা, আটক ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ২৬ মে ২০১৭ | আপডেট: ১৪:২১, ২৬ মে ২০১৭

সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে প্রগতিশীল সংগঠনগুলোর বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ। জলকামান, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের এ কর্মকাণ্ডকে স্বৈরাচারি বলছে সংগঠনগুলো। তবে পুলিশের দাবি, তারা তাদের দায়িত্ব পালন করেছে।
ভাস্কর্য সরানোর প্রতিবাদে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ো রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে হাইকোর্টের গেটে যাওয়ার চেষ্টা প্রগতিশীল বিভিন্ন সংগঠনের মিছিলে বাধা দেয় পুলিশ। জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এসময় আহত হয় বেশ কয়েকজন।
ঘটনাস্থল থেকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চার বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। পুলিশের এ আচরণকে স্বৈরাচারী আখ্যা দিয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে রমনা জোনের ডিসি মারুফ হোসেন সর্দার জানান, পুলিশ কেবল হাইকোর্ট এলাকার নিরাপত্তা নিশ্চিত করেছে।
এর আগে গত রাতে নির্মাতা শিল্পী মৃণাল হকের তত্বাবধানে ২০জন শ্রমিক নিয়ে ভোরের আলো ফোঁটার আগে আলোচিত ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি