ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ১৯ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। প্রতিদিন বিভিন্ন রোগ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভিড় করছেন রোগীরা। 

আক্রান্ত রোগীদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। ঠাণ্ডায় নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েছে। হাসপাতালের ইনডোর ও আউটডোরে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম।

বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪শ’ রোগী চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন গড়ে ২০/৩০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখন পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে ৪০ জন শিশুর স্থলে আছে ৬৫ জন। 

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. শওকত হোসেন জানান, ‘হাসপাতালে এন্টিবায়োটিক ও স্যালাইনসহ পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।’

এআই/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি