ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ১৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। প্রতিদিন বিভিন্ন রোগ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভিড় করছেন রোগীরা। 

আক্রান্ত রোগীদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। ঠাণ্ডায় নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েছে। হাসপাতালের ইনডোর ও আউটডোরে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম।

বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪শ’ রোগী চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন গড়ে ২০/৩০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখন পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে ৪০ জন শিশুর স্থলে আছে ৬৫ জন। 

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. শওকত হোসেন জানান, ‘হাসপাতালে এন্টিবায়োটিক ও স্যালাইনসহ পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।’

এআই/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি