ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নওগাঁয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০১, ১৯ জানুয়ারি ২০২১

নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে প্রায় ৫'শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের গোস্তহাটির মোড়ে শৈলগাছী রোড় অটো-টমটম পরিচালনা কমিটির উদ্যোগে তাদের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কমিটির উপদেষ্টা আলহাজ্ব শরীফুল ইসলাম শরিফ শ্রমিকদের মাঝে ৩০০ শীতবস্ত্র বিতরণ করেন। 

এসময় সংগঠনের উপদেষ্টা ও নওগাঁ পৌরসভার বর্তমান কাউন্সিলর মোজাম্মেল হক মজনু, সংগঠনের সভাপতি মাফিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ নয়ন উপস্থিত ছিলেন। 

এদিকে নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকার বেলঘরিয়া,কয়রাপাড়া,টুটিকাটা,দূর্গাপুর ও উত্তর চকরহমত গ্রামের এতিম ও অসহায় মানুষের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

এসব কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম,জি। এসময় উপস্থিত ছিলেন,পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাহিদ আরেফিন সুমন পিএসসিজি। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি