ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

খুলনা জেলা বিএনপি নেতা ও তার দেহরক্ষী হত্যার ঘটনায় আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ২৬ মে ২০১৭

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুকে দেহরক্ষীসহ হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
হত্যার প্রতিবাদে আগামীকাল খুলনা মহানগরীতে অর্ধ দিবস হরতালসহ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সকালে বিএনপির কার্যালয়সহ নগরীতে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করে নেতাকর্মীরা। গেল রাতে খুলনার ফুলতলা উপজেলায় আলাউদ্দিন মিঠুর কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে মিঠু ও তার দেহরক্ষী নওশেরকে হত্যা করে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ আরো দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। দুপুরে খুলনা জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে খুনীদের দ্রুত বিচার দাবী করেছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি