ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাছ বোঝাই টমটম উল্টে পুত্র নিহত, পিতা আহত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ২০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালীর মহিপুরে গাছ বোঝাই টমটম উল্টে বাবুল (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই শিশুর পিতা রুহুল আমিন।

বুধবার (২০ জানুয়ারি) বেলা এগারোটায় সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রুহুল আমিন ও তার শিশুপুত্র বাবুল মোয়াজ্জেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে বেশ কিছু গাছ নিয়ে টমটম (থ্রি হুইলার) যোগে মহিপুরে যাচ্ছিলো। এ সময় নিজশিববাড়িয়া মুলাম সংলগ্ন এলাকায় পৌঁছলে টমটমটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়।

স্থানীয়রা তাৎক্ষণিক নিহতের পিতা রুহুল আমিনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এলাকাবাসীর দাবি বেশ কয়েক বছর ধরে সড়কের ভগ্ন দশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

মহিপুর থানার (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি