ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৯, ২০ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার বড়িকান্দি গ্রামে বাড়ির আঙ্গিনায় ছিঁড়ে পড়ে থাকা সার্ভিস তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তাদের বসত ঘরটি পুড়ে যায়।
 
নিহতরা হলেন,  ওই গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে গোলাম মোস্তফা (৭০) ও তার ভাতিজা জসু মিয়া (৬৫)। তারা পেশায় কৃষক ছিলেন। 

পুলিশ জানায়, এই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা গোলাম মোস্তফার বাড়িতে ভোর পাঁচটায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ ঘটে আগুন ধরে বাড়ির সার্ভিস তার ছিঁড়ে উঠোনে পড়ে যায়। এ সময় দ্রুত ঘর থেকে বের হওয়ার সময় উঠানের মধ্যে বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে পড়ে যায়। বাড়ির আশপাশের লোকজন চিৎকার করলে ভাতিজা জসু মিয়া তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

নবীনগর থানার এসআই মামুনুর রশীদ জানান, বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়েছে। 
কে আই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি