ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় ১২ ইটভাটা মালিককে ৭৫ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৫৮, ২০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ১২ ইটভাটা মালিককে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে অবৈধ এসব ইটভাটায় কাঠ পুড়ানোর দায়ে ইটভাটা মালিকদের বিপুল অংকের এ অর্থ জরিমানা করেন। অভিযান চলাকালে ওইসব ইটভাটাগুলিকে ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। 

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর এলাকার বি.এইচ.এন ব্রীক্সকে ৭ লাখ টাকা, এম.বি.এন ব্রীক্সকে ৭ লাখ টাকা, নারায়ণপুর এলাকার এ.বি.সি ব্রীক্সকে ৬ লাখ ৪০ হাজার টাকা, হাসপাতাল রোডের এ.এম.বি ব্রীক্সকে ৮ লাখ টাকা, ডাংমড়কা এলাকার এম.আর.এন ব্রীক্সকে ৮ লাখ টাকা, বি.এস.বি ব্রীক্সকে ৭ লাখ ৬০ হাজার টাকা, এন.বি.এল ব্রীক্সকে ৮ লাখ টাকা, এস.বি ব্রীক্সকে ৭ লাখ টাকা, স্বরুপপুর এলাকার এ.বি.সি ব্রীক্স ৬ লাখ টাকা ও মানিকদিয়াড় এলাকার এ.এল.এল.বি ব্রীক্সকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট ৭৫লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ এসব ইটভাটাগুলি ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়য়ে দেওয়া হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা পর্যন্ত) অভিযান চলমান ছিল। 

অভিযানে নেতৃত্বদানকারী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান বলেন, অনুমোদনহীন ইটভাটাগুলো উচ্ছেদ করা হবে। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর গাফফরুজ্জামান সহ র‌্যাব সদস্য ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পরিচালক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার একই ভ্রাম্যমান আদালত দৌলতপুরের ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমান করেন।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি