ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাস্তার পাশে অটো চালকের রক্তাক্ত লাশ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৫, ২০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ফরিদপুরে শুভ সিকদার (১৮) নামে এক নিখোঁজ অটোচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে শহরের বাইপাস সড়কের আলালপুর এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত তরুণ শুভ সিকদার শহরতলীর পশড়া এলাকার ওয়াজেদ শিকদারের পুত্র। তারা দুই ভাই এক বোন। ভাইদের মধ্যে সে ছিলো সবার বড়।

নিহতের চাচাতো ভাই সেলিম শিকদার জানান, মঙ্গলবার বিকেলে অটোগাড়ি নিয়ে বের হয় শুভ। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। সকালে শুভর রক্তাক্ত লাশ রাস্তার পাশে পাওয়া যায়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

কোতয়ালী থানা পুলিশ জানায়, বাইপাস সড়কের আলালপুর এলাকার রাস্তার পাশ থেকে শুভ সিকদারের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা- অটো ছিনতাইকারীরা তাকে পেছন দিকে কুপিয়ে হত্যা করে অটোবাইকটি নিয়ে পালিয়ে গেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি