ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় চারটি ইটভাটাকে আর্থিক জরিমানা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ২০:১২, ২০ জানুয়ারি ২০২১

চুয়াডাঙ্গায় ইটভাটায় অভিযান চালিয়ে নির্ধারিত পরিমাপের চেয়ে ছোট পরিমাপের ইট তৈরি করা এবং মূল্য তালিকা না থাকায় চার ভাটা মালিককে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহকারী পরিচালক মো. সজল আহমেদ।  বুধবার চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলায় বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
 
ইটভাটাগুলো হলো, সদর উপজেলার মোমিনপুরের মেসার্স এম.এ.এম ব্রিক্সের মালিক আব্দুল মান্নান নান্নু ৭০ হাজার টাকা, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের মেসার্স এ.ডি. ব্রিক্সের মালিক আসিরুল ইসলাম সেলিম ৫০ হাজার টাকা, মুন্সিগঞ্জের মেসার্স টি.এন.ব্রিক্সের মালিক পাপান রহমানকে ৩০ হাজার টাকা এবং আলমমডাঙ্গার মেসার্স টি.এন. ব্রিক্সের মালিক সাজু আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহকারী পরিচালক মো. সজল আহমেদ বলেন, চারটি ইটভাটায় সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা ও মূল্য তালিকা না থাকায় ১ লাখ জরিমানা করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি