ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫২, ২০ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। এ ঘটনায় ছোট ভাইকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার মির্জাপুর চা বাগানের ৫নং লাইনে ঘটনাটি ঘটেছে।

শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, রঞ্জিত কয়রার (২৮) স্ত্রী মোবাইলে স্পিকার অন করে গান বাজাচ্ছিলেন। এতে বাধা দেয় ছোট ভাই সঞ্জিত কয়রা (২৫)। বারবার বলার পরেও ভাবী গান বন্ধ না করায় সঞ্জিত ভাবীর মোবাইল ভেঙ্গে ফেলে। রঞ্জিত বাইরে থেকে বিকেলের দিকে ঘরে ফিরলে তার স্ত্রী নালিশ দিলে দুই ভাই এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। 

এক পর্যায়ে সঞ্জিত দায়ের কোপ দিয়ে বড় ভাই রঞ্জিতকে গুরুত্ব আহত করে। আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুছ ছালেক আরও বলেন, এই ঘটনায় লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং রঞ্জিত কয়রার ছোট ভাই ঘাতক সঞ্জিত কয়রাকে গ্রেফতার করা হয়েছে।

সঞ্জিত ঘটনার দায় স্বীকার করেছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান ওসি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি