ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

র‌্যাবের অভিযানে অস্ত্র, গুলি ও গাঁজাসহ আটক ৪

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ২১ জানুয়ারি ২০২১

জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২০ জানুয়ারি) রাতে জেলার দুটি স্থানে পৃথক অভিযান চালিযে এসব উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল রাত ৯টার সময় সদর উপজেলার ভাদসা বাজারে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, চার রাইন্ড গুলি, একটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন সেটসহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। 

তারা হলেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের নৃপেন্দ্রনাথ মণ্ডলের ছেলে সুব্রত কমুার ও ধঞ্জয় গ্রামের গোলাম রব্বানীর ছেলে বায়েজিদ হোসেন।

এদিকে রাত সাড়ে সাতটার সময় র‌্যাবের অপর একটি দল ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকা থেকে ২৬ কেজি ৭শ’ গ্রাম গাঁজা ও নগদ অর্থসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বাচ্চু সরদারের ছেলে ইমরান ও এনামুল ইসলামকে আটক করে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি