ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নরসিংদীর ২২১ গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ২১ জানুয়ারি ২০২১

‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নরসিংদীর ২২১ গৃহহীন পরিবারের মাঝে নির্মাণ করা ঘর হস্তান্তর করা হবে আগামী শনিবার। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে নরসিংদীর ৬ উপজেলায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। 

আগামী ২৩ জানুয়ারী শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এসব ঘরের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক শাহীনা পারভিন, স্থানীয় সরকার উপ-পরিচালক রেজাউর রহমান সিদ্দিকি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, নরসিংদী প্রেসক্লাব সভাপতি মাখন দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে নরসিংদী সদর উপজেলায় ৪টি, শিবপুর উপজেলায় ৪২টি, পলাশ উপজেলায় ২৫টি, মনোহরদীতে ৪৫টি, রায়পুরায় ৩৫টি এবং বেলাব উপজেলায় ৭০টি গৃহহীন পরিবারের মাঝে এসব ঘর বিতরণ করা হবে।
এএইচ/এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি