ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে গুড়িয়ে দেয়া হয়েছে ৩টি ইটভাটা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ২১ জানুয়ারি ২০২১

রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৩টি জলন্ত ইটভাটা সম্পূর্ণ ভেঙ্গে ঘুড়িয়ে দিয়েছে প্রশাসন।   

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জেলা কারাগার সংলগ্ন জেবিআই, এনআইবি ও এস বিবি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় অভিযানে সহযোগিতা করেন ফরিদপুর র‌্যাব-৮ ও স্থানীয় থানার পুলিশ সদস্যরা।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কোন ধরনের বৈধ কাগজপত্র না থাকায় ওই তিনটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক এএইচএম রাশেদ জানান, রাজবাড়ীতে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা আছে, যা এতদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ইট পোড়ানোর কার্যক্রম চালিয়ে আসছিলো। যে কারণে এসব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি