ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজ অব্যাহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৪, ২১ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজ অব্যাহত রেখেছে তিতাস কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আজ দিনব্যাপি উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের উজানগোপিন্দি এলাকায় অভিযান চালিয়ে দুপুর পর্যন্ত একশ মিটার অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদ করেছে। 

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে গত বিশ দিন ধরে আড়াইহাজারেপ্রায় ৮০ ভাগ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এরমধ্যে খানপাড়া এলকায় ৪ কিলোমিটার, রাঘবদিতে আধা কিলোমিটার, নোয়াপাড়া দিঘিরপাড়ে ৫ কিলোমিটারসহ মনোহরদি বাগানবাড়ি, কর্মকারপাড়া মাত্রাসা রোড, ঝাউগড়াতেও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  

মো. সারোয়ার হোসেন এসিসট্যান্ট ম্যানেজার তিতাস গ্যাস টোান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সোনারগাঁও জোন জানিয়েছে এই কাজ চলমান থাকবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি