ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক

ধামইরহাট সংবাদদাতা

প্রকাশিত : ১৭:২৯, ২১ জানুয়ারি ২০২১

জয়পুরহাট জেলার ভাদশা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় র‍্যাবের একটি দল জয়পুরহাটের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত দ্বীপন্দ্রনাথের ছেলে সুব্রত কুমার (৩৫) ও ধনঞ্জয়পুর গ্রামের গোলাম রাব্বানির ছেলে বায়েজীদ হোসেন (২৫)।

জয়পুরহাট র‍্যাব সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টায় র‍্যাবের একটি অপারেশন দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় অস্ত্র ও গুলিসহ ওই দুজনকে আটক করা হয়। সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে আসন্ন জয়পুরহাট জেলার পৌর নির্বাচনের জনসাধারণকে ভয়ভীতি দেখানোর লক্ষ্যে দুষ্কৃতিদের নিকট বিক্রয়ের জন্য চেষ্টা চালাচ্ছিল বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে আটককৃতরা। এসময় তাদের সঙ্গে থাকা ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড ও ৫টি সিমকার্ডও জব্দ করা হয়। 

পরে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় অস্ত্র মামলা দায়ের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি