ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গৃহকর্মী রেখা ঠাকুরগাঁওয়ে গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ১৭:৪৯, ২১ জানুয়ারি ২০২১

অবশেষে আইন শৃংখলা বাহিনীর হাতে ধরা পড়েছে রাজধানীর মালিবাগের এক গৃহকর্তী অসুস্থ বৃদ্ধাকে নির্মম নির্যাতনের পর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে পালিয়ে যাওয়া রেখা আক্তার (২৮) নামের ওই গৃহকর্মী। 

বুধবার মধ্যরাতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিনাথপুর চিকনমাটি গ্রামে রেখার মামা কফিল উদ্দিনের বাড়িতে আত্মগোপন থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে ঢাকার শাহজাহানপুর থানা ও রাণীশংকৈল থানার পুলিশ এবং রাতেই তাকে নিয়ে ঢাকায় রওনা দেয় ঢাকা থেকে আসা পুলিশ। 

তার কাছ থেকে লুট হওয়া স্বর্নালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী অফিসার এসআই রেজাউল করিম। ঢাকায় গৃহকর্তীকে মারপিট করার পর গত সোমবার তার মামার বাড়িতে এসেছিল রেখা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের আফা হোসেন হাবার মেয়ে রেখা।

গৃহকর্মী রেখার প্রতিবেশীরা জানান, তার তিনটি বিয়ে। সর্বশেষ স্বামীর নাম সুমন। গত কয়েকবছর ধরে তারা স্বপরিবারে ঢাকাতেই অবস্থান করছিল। কিছুদিন আগে রেখা বাড়ী এসেছিলো, তার স্বভাব দেখে মনে হচ্ছিল বড় কোন অফিসার সে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি