ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রমাগত ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী গর্ভবতী, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৩, ২১ জানুয়ারি ২০২১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণের মামলায় শান্ত চন্দ্র বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃত শান্ত চন্দ্র বিশ্বাস (১৯) রূপগঞ্জ উপজেলার গাউছিয়া ভুলতা এলাকার টিটু চন্দ্র বিশ্বাসের ছেলে।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত শান্ত চন্দ্র বিশ্বাস ফতুল্লার লামাপাড়া এলাকায় রওশনের বাড়িতে ভাড়ায় বসবাস করে। পাশের বাড়ির গার্মেন্টকর্মী ও রিকশা চালক দম্পতির মানসিক প্রতিবন্ধী কিশোরী কন্যাকে গত ৫ অক্টোবর সন্ধ্যায় বাড়ির কাছের একটি নির্জন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমে একবার ধর্ষণ করে। এরপর পর্যায়ক্রমে আরও ২/৩ বার ধর্ষণ করে।

এতে বুধবার (২০ জানুয়ারি) বিষয়টি জানতে পারেন কিশোরীর গার্মেন্টসকর্মী মা। পরে মেয়েটিকে ডাক্তারী পরীক্ষা করা হলে মেয়েটি তিন মাসের গর্ভবতী বলে জানায় চিকিৎসক। এতে করে ধর্ষিতা কিশোরীর মা রাতেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। এ মামলায় শান্ত চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি