ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ে দীর্ঘ যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:২২, ২২ জানুয়ারি ২০২১

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে করে  ধীর গতিতে চলছে দূরপাল্লার যানবাহন।  

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ‘ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১০টা থেকে আজ শুক্রবার ভোর চারটা পর্যন্ত দুই দফায় প্রায় তিন ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ টোল আদায় বন্ধ রাখে। এতে সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।’

তিনি আরও জানান, ‘সকাল থেকে গাড়ি চললেও তা অত্যন্ত ধীর গতীতে। তবে বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি