নাইক্ষ্যছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা নিহত
প্রকাশিত : ১৫:৫৬, ২২ জানুয়ারি ২০২১
ইয়াবা পাচারের বিজিবির সঙ্গে গোলাগুলিতে বান্দরবানের নাইক্ষ্যছড়ি সীমান্তে আব্দুর রহিম (২৫) নামের এক রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে। এ সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত রোহিঙ্গা ইয়াবা কারবারি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১ ব্লক-এ/৭ এর বাসিন্দা ওয়াদুল হকের ছেলে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, ‘আজ শুক্রবার বাইশফাঁড়ী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপি’র দুটি আভিযানিক টহল দল সীমান্ত পিলার-৩৬/২এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ী নতুন ব্রিজ হতে আনুমানিক ১৫ গজ পূর্ব দিকে রাস্তার ঢালুতে অবস্থান করে।’
তিনি জানান, ‘পরে ৮ থেকে ১০ জনের একটি দল পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দুইভাগে বিভক্ত হয়ে তাদের হাতে থাকা অস্ত্র-সস্ত্র দিয়ে টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় টহল দল তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ি জঙ্গলের মধ্যদিয়ে মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ আহতাবস্থায় উদ্ধার করে উখিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এছাড়াও ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি দেশিয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির দুইজন সদস্য আহত হয়েছে। তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানান বিজিবির ওই কর্মমকর্তা।
এআই/এসএ/
আরও পড়ুন