ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আগুনে পুড়ে একই পরিবারে ৪ জনের মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৪১, ২৩ জানুয়ারি ২০২১ | আপডেট: ০৮:৪১, ২৩ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনের পুড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্বাচল ১১নং সেক্টর কুমারটে গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকার মো. মাসুম (৪০), তার প্রতিবন্ধী স্ত্রী সিমা বেগম (৩২), প্রতিবন্ধী বড় ছেলে মো. রাসেল (১৭) ও ছোট ছেলে রহমত উল্লাহ্ (১০)।  

পুর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, ‘পূর্বাচলের ১১নং সেক্টর কুমারটে গ্রামে ডেসকোর অতিমাত্রার ভোল্টের তার ছিড়ে নারায়ণগঞ্জ পল্লি বিদ্যুতের উপর পড়ে। সেই তার বসতঘরে পড়লে নিমিষেই সবকিছু পুড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন ও গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টিনের ঘরে আগুন লেগে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহত মাসুম মিয়ার দুই ছেলে ও স্ত্রী প্রতিবন্ধী ছিলেন। তাদের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি