ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৫৩, ২৩ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

রাজশাহীতে ইকবাল জাফর শরীফ নামে ভারতীয় এক মেডিকেল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের ছাত্র। শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলেজ হোস্টেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

শরীফের বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলায়। তিনি এমবিবিএস ৫ম বর্ষের ছাত্র। করোনা ছুটির পর তিনি ভারতে চলে যান। গত ৩ দিন আগে রাজশাহীতে ফেরেন বলে জানা গেছে।

বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেল সুপার গোলাম মাওলা জানান, ‘বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় ইকবাল জাফর শরীফ। এ সময় তার বন্ধুরা দেখতে পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।’

শরীফের বন্ধুদের বরাত দিয়ে গোলাম মাওলা আরও জানান, ‘সম্প্রতি তার বিয়ের ইংগেজমেন্ট হয়। তবে তার অন্য মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি