ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা 

প্রকাশিত : ১১:১৭, ২৩ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নাথপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে জাকির হোসেন, ঝিকরা গ্রামের মৃত. রুহুল কুদ্দুসের ছেলে মুরাদ, খলসি গ্রামের আমজাদের ছেলে পলাশ হোসেন, একই গ্রামের মাজেদের ছেলে শিমুল হোসেন, মৃত. ছাদেকের ছেলে আবুল কাশেম ঢালী, ঝিকরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রায়হান ড্রাইভার, শাকদাহ মাঠপাড়ার শামসুর রহমানের ছেলে মজিবর সরদার, একই গ্রামের আবুল কাশেমের ছেলে মাহবুর খান, বামনখালী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাওন ও মৃত. বাবর আলী খা’র ছেলে সোহরাব হোসেন। 

থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি