ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বাউফলে মেছো বাঘের ৬ শাবক উদ্ধার 

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা 

প্রকাশিত : ১৬:০৫, ২৩ জানুয়ারি ২০২১

পটুয়াখালীর বাউফলে তাঁতেরকাঠি গ্রাম থেকে মেছো বাঘের ৬টি শাবক উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় নজরুল তালুকদারের পরিত্যাক্ত ঘর থেকে শাবকগুলো উদ্ধার করা হয়। 

নজরুল তালুকদার স্থানীয় সংবাদকর্মীদের কাছে জানান, পরিচ্ছন্নতার কাজে গিয়ে মেছো বাঘের শাবকগুলো দেখতে পায় ঘরের লোকজন। এরপর স্থানীয় কয়েকজনের সহযোগিতায় শাবকগুলোকে উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা বনকর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম বলেন, ‘শিগগিরই শাবকগুলো উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’ 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি