পটুয়াখালীতে বাড়ছে শীতের প্রকোপ
প্রকাশিত : ১৬:০৭, ২৩ জানুয়ারি ২০২১
পটুয়াখালীতে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ঘন কুয়াকাশার সাথে বইছে হিমেল হাওয়া। বেলা বাড়লেও কুয়াশার চাদরে ঢেকে থাকছে গ্রামীণ জনপদ।
আজ শনিবার সকালে জেলায় সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে চর ও বিভিন্ন দ্বীপ চরে বসবাসরত জেলে পরিবারের সদস্যরা। খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন অনেক গরীব শ্রেণির মানুষ। হাসপাতালগুলোতে প্রতিনিয়নত বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও টাইফয়েডসহ শীতজনিত বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা।
এআই/এসএ/
আরও পড়ুন