ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিজয়ী কাউন্সিলরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৮, ২৩ জানুয়ারি ২০২১

সিরাজগঞ্জে সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধা আক্তার।

গ্রেফতারকৃতরা হলেন- দুই নম্বর আসামি লিখন, চার নম্বর আসামি সানোয়ার হোসেন রতন, পনেরো নম্বর আসামি মোস্তফা কামাল ও সন্দেহভাজন সাইফুল ইসলাম। এর মধ্যে লিখন ও সানোয়ার হোসেন রতন কাউন্সিলর হত্যা মামলার প্রধান আসামি শাহাদৎ হোসেনের আপন সহোদর।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধা আক্তার জানান, ‘ঘটনার পর থেকেই পুলিশ প্রাপ্ত তথ্যানুযায়ী অনুসন্ধান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিসহ সন্দেহভাজন আসামিদের গ্রেফতার করা হচ্ছে। হত্যায় জড়িত সব আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের দিন ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষ।

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি