ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে নির্মাণাধীন ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩০, ২৩ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নির্মাণাধীন ছাদ থেকে পড়ে মিঠু (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় আধুনিক জেলা হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মিঠু সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র। ঘটনার সত্যতা স্বীকার করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। 

তিনি জানান, নিহত শ্রমিক ওই ভবনে রাজ মিস্ত্রির কাজ করছিল অসাবধাণতা বশতঃ সে ছাদে কাজ করা অবস্থায় নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি