ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাইস মিলের ফিতায় জড়িয়ে চালকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২২:০০, ২৩ জানুয়ারি ২০২১

নওগাঁর সাপাহার উপজেলার খোট্টাপাড়া মোড়ে রাইস মিলের ফিতায় জড়িয়ে আইনুল ইসলাম (৪০) নামে ওই মিলের চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। 

নিহত আইনুল উপজেলার বাদকয়েন্দা গ্রামের মৃত ওজর আলীর ছেলে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ওইদিন বিকেলে আইনুল ইসলাম তার নিজের রাইস মিলে ধান ভাঙ্গার জন্য মেশিন চালু করেন। এসময় অসাবধনতাবশতঃ কলের ফিতায় তার শরীরের কাপড় জড়িয়ে যায়। এতে তার দুই হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় রাতেই লাশ দাফন করা হয়েছে বলে জানান ওসি তারেকুর রহমান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি