ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রথম চালানে ভারত থেকে আসল ১৮শ’ টন চাল

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩১, ২৪ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৫:৩৩, ২৪ জানুয়ারি ২০২১

চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত চালের বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে। শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রেলওয়াগনগুলো দর্শনা রেল বন্দরে আসে। নতুন বছরে এটিই চালের প্রথম বড় চালান। 

দর্শনা রেল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে ৪২টি রেলওয়াগনে ১ হাজার ৭৭১ দশমিক ৪০০ মেট্রিক টন চাল এসেছে। যার মূল্য ৫ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৭৮১ টাকা। পর্যায়ক্রমে প্রতিদিনই এই চাল আসবে। 

আমদানিকৃত চালের প্রথম চালান পাবনার ঈশ্বরদী ও সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনে খালাস করা হবে। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের কলকাতার সৌভিক এক্সপোর্ট লিমিটেড প্রতি মেট্রিক টন চালের মূল্য নিয়েছে ৩৫০ ডলার। যা বাংলাদেশের হিসেবে প্রতি কেজি চালের আমদানি মূল্য পড়েছে ২৯ টাকা ৭৫ পয়সা। 

এর সাথে আনুপাতিকহারে সরকারি ট্যাক্স ১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৪৭৫ টাকাসহ অন্যান্য খরচ যুক্ত হবে। আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকা বাংলামোটরের মজুমদার ট্রেজার্স এবং স্থানীয় সিএন্ডএফ এজেন্ট আতিয়ার রহমান হাবুর কনফিডেন্স ট্রেড এসোসিয়েট লিমিটেড।

নন-বাসমতি (মোটাচাল) আমদানির জন্য প্রচুর এলসি খোলা হয়েছে বলে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিন্টেনডেন্ট মীর লিয়াকত আলি এই প্রতিবেদককে জানান। আমদানিকৃত চাল পর্যায়ক্রমে আরও আসবে বলেও জানান তিনি।

এআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি