ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কারাগারে নারীসঙ্গের ঘটনায় জেল সুপার ও জেলারকে প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ২৪ জানুয়ারি ২০২১

হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত আসামী তুষারের সাথে কারাগারের ভেতরে এক নারীসহ তিনজন সাক্ষাতের ঘটনায় গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নুর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করা হয়েছে। 

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই ঘটনায় ডেপুটি জেলার গোলাম সাকলাইন, কারাগারের সার্জেন্ট ইন্সট্রাক্টর আব্দুল বারী এবং সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়। 

গত ২২ জানুয়ারি ওই কারাগারে নারীর সঙ্গে একান্ত সময় কাটানোর সিসি ফুটেজ গণমাধ্যমে প্রকাশ হলে শুরু হয় তোলপাড়। গঠিত হয় পৃথক দুটি তদন্ত কমিটি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি