ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আড়াইহাজারে ডাকাতের হামলায় ট্রাকের হেলপার নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৫, ২৪ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের হামলায় বিল্লাল হোসেন (২২) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে ও আহত  চালক সুজন (৪০) চিকিৎসাধীন রয়েছে।

রোববার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৈবই এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের আবুল কালামের ছেলে।  

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম, ঢাকা থেকে সবজি নিয়ে সিলেটে যাচ্ছিল ট্রাকটি। ভোরে ট্রাকটি আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের  দৈবই নামক স্থানে  পৌঁছলে কয়েকজন ডাকাত ট্রাকটি থামিয়ে  চালক ও হেলপারের সাথে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় চালক ও হেলপারের  সাথে ডাকাতদের ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা হেলপার বিল্লালকে ছুরিকাঘাত করে ও চালককে মারধর করে।  

পরে স্থানীয় তাদের ইদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বিল্লালকে মৃত ঘোষনা করেন। আহত চালক সেখানে ভর্তি আছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতলের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছে।

আরকে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি