ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২০, ২৪ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চৌধুরি এলাকায় ৯ ম শ্রেনীর ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে। শনিবার রাতে সিদ্ধিগঞ্জ থানায় মো.সজিব (২০) নামে এক যুবককে অভিযুক্ত করে মামলাটি দায়ের করে ছাত্রীর বাবা।

মো.সজিব (২০)  চৌধুরি এলাকায় ওই স্কুল ছাত্রীর পাশের বাড়িতে ভাড়া থাকতো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, অভিযুক্ত  সজিব কয়েকমাস ধরে ওই কিশেরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো তাতে রাজি না হওয়ায় কৌঁশলে কথা বলার অজুহাতে ১৮  জানুয়ারী দুপুরে ওই স্কুল ছাত্রীকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং এক পর্যায়ে তাকে ধর্ষণ করে। পুলিশ অভিযুক্ততে গ্রেফতারের চেষ্টা করছে।

আরকে// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি