ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় খাল দখলের চেষ্টায় ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:৪৬, ২৪ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে সরকারী খাল দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা করায় ৫০ হাজার  টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।  

রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলাম। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তি হলেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের মিন্টু মিয়ার ছেলে মোঃ শিহাব (২৮)। 

আদালত সূত্রে জানা যায়, আখাউড়া পৌরশহরের সড়ক বাজারের সরকারী কালুন্দি খাল অবৈধভাবে দখল করে দোকান নিমার্ণের কাজ শুরু করে মোঃ শিহাব। বিষয়টি জানতে পেরে উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলাম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। এবং অবৈধভাবে সরকারী খাল দখল করার চেষ্টা করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরকে// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি