ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৪, ২৪ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ বছরের কণ্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোশাররফ হোসেন (৫১) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) জালকুড়ি সিকদার বাড়ি পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আটককৃত বৃদ্ধ পটুয়াখালীর মওকরন গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। জালকুড়িতে সে এমেল সিকদারের বাসায় ভাড়া থাকে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফল ব্যবসায়ী মো. জাফরের মেয়ে জালকুড়ির একটি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী। ঐ এলাকায় ভাড়ায় থাকা বাসার সামনে ২৩ জানুয়ারি শনিবার সকাল ১১টায় খেলাধুলা করছিল তার মেয়ে।

অভিযুক্ত মোশাররফ হোসেন নুডুলস রান্না করার কথা বলে নিজের রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বৃদ্ধ তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহিম (পিপিএম) জানান, ভুক্তভুগী শিশুর বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

আরকে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি