ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে নাগরিক শোকসভা ও মিলাদ মাহ্ফিল 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:২৯, ২৪ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সরকারী কলেজের সাবেক সহযোগী অধ্যাপক , শিবগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান সাদা মনের মানুষ হিসেবে পরিচিত খলিলুর রহমানের প্রয়ানে নাগরিক শোকসভা ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেলে ইএসডিও’র আয়োজনে প্রধান কার্যালয় চত্বরে অনুষ্ঠিত শোকসভায় সংস্থার নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীজ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী, সাবেক অধ্যক্ষ জালাল উদ দীন, সংস্থার নির্বাহী পরিষদের সদস্য মোজাম্মেল হক, সাধারণ পরিষদের সদস্য শফিকুল ইসলাম, পরিবারের পক্ষ থেকে মরহুমের কনিষ্ঠ কন্যা নিশাত শারমিন টুম্পা, জামাতা ড. ইলিয়াস আলী খান প্রমুখ। 

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন, কেন্দ্রীয় মসজিদের ইমাম আলহাজ্জ মাও. খলিলুর রহমান।  এসময় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংস্থার কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।   

আরকে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি