ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে লিচুর ফলন কম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ২৭ মে ২০১৭ | আপডেট: ১৪:৩০, ২৭ মে ২০১৭

প্রতিকূল আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে লিচুর ফলন কম। মাদ্রাজী ও বেদানা জাতের লিচুর ফলন কিছুটা হলেও বোম্বাই লিচুর ফলন নেই বললেই চলে। একইসাথে বিরূপ আবহাওয়া আর রমজান উপলক্ষে আগেই লিচু বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।
বরাবরের মতো এবারো দিনাজপুরের লিচুবাগান গুলোতে ছিল মুকুলের সমারোহ। তবে অতিবৃষ্টি-শিলাবৃষ্টি-ঝড়-তাপদাহসহ প্রতিকুল আবহওয়ার কারনে মুকুল ঝড়ে পড়ায় ফলন নেমে এসেছে অর্ধেকে। লিচুর আকারও হয়েছে ছোট।
জেলায় এবার ৪ হাজার ৭৩০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। চাষীরা বলছেন, মৌসুম শুরু হওয়ায় আর রমজানের কথা মাথায় রেখে সময়ের আগেই গাছ থেকে লিচু সংগ্রহ করা হচ্ছে।
এখনও রং ও আকার ভালো হয়নি স্বীকার করে চাষীরা জানান, রসে ভরপুর দিনাজপুরের লিচুর আসল স্বাদ থেকে এবার বঞ্চিত হবেন ভোক্তারা।
আর কৃষি কর্মকর্তারা বলছেন, এবার লিচু আবাদের পরিধি বাড়লেও প্রতিকুল আবহাওয়ার কারনে ফলন কম হয়েছে।
দিনাজপুরের লিচুর সুনাম দেশজুড়ে। অর্থনৈতিকভাবেও জেলায় অবদান রাখে সুস্বাদু এই ফল। তবে এবার ফলন কম আর আগাম বিক্রি হওয়ায় লোকসানের আশংকা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি