ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাগেরহাট ডায়াবেটিক সমিতির দায়িত্ব হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৩, ২৫ জানুয়ারি ২০২১

বাগেরহাট ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের পুরাতন জেলখানাস্থ ডায়াবেটিক সমিতির নিজস্ব ভবনের জন্য নির্ধারিত স্থানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে মত বিনিময় সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

মতবিনিময় সভা শেষে বাগেরহাট ডায়াবেটিক সমিতির নব নির্বাচিত সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক কাজী মুকিত ঝন্টুসহ অন্যদের কাছে সমিতির দায়িত্ব বুঝিয়ে দেন আগের কমিটি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি