ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শার্শা-বেনাপোলে ১১৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১২, ২৫ জানুয়ারি ২০২১

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে এক হাজার ১৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়।

সোমবার (২৫ জানুয়ারি) ভোরে শালকোনা বিজিবি ক্যাম্পের সদস্যরা শার্শার শিকারপুর সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রামের একটি ভেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

অপরদিকে সোমবার সকালে বেনাপোলের রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ রঘুনাথপুর গ্রামের ইয়ানুরের ছেলে শাহীন (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। 

বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল এনে সীমান্তে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্য পাচারকারীরা ভারত সীমান্তে পালিয়ে গেলেও শাহীন আটক হয়।

শিকারপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল মালেক ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি