ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ধামইরহাটে শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক

ধামইরহাট সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৩২, ২৫ জানুয়ারি ২০২১

আটককৃত মুদি দোকানি আব্দুল মমিন

আটককৃত মুদি দোকানি আব্দুল মমিন

নওগাঁর ধামইরহাটে বিস্কুট কিনতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ১১ বছরের এক শিশু। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে মো. আব্দুল মমিনকে (২৬) আসামি করে থানায় অভিযোগ দায়ের করলে ওই যুবককে আটক করেছে থানা পুলিশ। 

আটককৃত যুবক আব্দুল মমিন উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি এলাকার লুৎফর রহমানের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি দুপুরে ওই শিশুটি বিস্কুট কিনতে আসামির বাড়ি সংলগ্ন মুদি দোকানে যায়। এসময় ওই দোকানি শিশুটিকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে ঢুকিয়ে নেয়। একপর্যায়ে দোকানের ঝাপ বন্ধ করে আসামি তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দ্যেশ্যে শিশুটিকে কোলে নিয়ে তার জামা-কাপড় খুলে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলাতে থাকে। এক পর্যায়ে দোকানের মেঝেতে ফেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালাতে চাইলে শিশুটি আসামির কবল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি তার মাকে সব বললে পরদিন থানায় একটি মামলা করেন। মামলা নং-২০, তারিখ- ২৪/০১/২১।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন জানান, আসামিকে আটক করা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি