ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় বোরো ধান চাষাবাদ শীর্ষক আলোচনা সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১৭, ২৫ জানুয়ারি ২০২১

চুয়াডাঙ্গায় বোরো ধান সমলয়ে চাষাবাদ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভার আয়োজন করে দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা অঞ্চলের উপ-পরিচালক মোঃ আলী হাসানের সভাপতিত্বে অনু্িঠত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, ইউএনও দিলারা রহমান, এসিল্যান্ড সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনাকালে খাদ্য সংকট মোকাবেলায় দেশের কৃষিখাতের অবদান অবিস্মরনীয়। বর্তমান সরকার কৃষিখাতকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। কৃষিতে আধুনিকায়ন যন্ত্রপাতি প্রনোদনা দিয়ে যান্ত্রিক কৃষির মাধ্যমে চাষাবাদ পদ্ধতি প্রচলন করা হচ্ছে প্রতিনিয়ত। কৃষকদের সার, বীজ ও নগদ অর্থ প্রনোদনা দেয়া হচ্ছে। সমলয়ে চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরনের আহবান জানান তিনি। এলাকার সুধীজনসহ কয়েক’শ কৃষক-কৃষানী আলোচনা সভায় অংশ নেন।

কৃষি বিভাগ জানায়, এবারই প্রথম ট্রে’তে বোরো ধানের চারা উৎপাদনের মাধ্যমে দামুড়হুদা উপজেলার হাউলি ১নং স্কীমের অধীনে ১’শ ৫০ বিঘা জমিতে যন্ত্রের মাধ্যমে ধান রোপন ও কাটা হবে। 

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি