ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নড়াইলে তীব্র শীতে ব্যাহত জনজীবন

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৬, ২৬ জানুয়ারি ২০২১

নড়াইলে তীব্র শীতের পাশাপাশি প্রায় প্রতিদিনই কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রামগঞ্জ-শহর। প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে জেলার জনপদ। প্রায় এক সপ্তাহ যাবৎ এই বিরূপ আবহাওয়া বিরাজ করছে।

এতে ছিন্নমূল মানুষসহ শ্রমজীবীরা বিপাকে পড়েছেন। এছাড়া বোরো ধানের চারা রোপণেও দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। 

এদিকে, আগামী ৩০ জানুয়ারি নড়াইল এবং কালিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচার-প্রচারণায় শীতের ধাক্কা লেগেছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রচারণা।  

সবমিলে প্রচন্ড শীত ও কুয়াশায় নড়াইলের জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি