ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শৈত্যপ্রবাহে শীতজনিত রোগ বেড়েছে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২৬ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্নস্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীত। দুর্ভোগে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু।

রংপুরে যেন হাঁড় কাঁপানো শীত। সেই সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাস। ঘন কুয়াশায় রংপুর-ঢাকা এবং রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্তের সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু। 

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুরে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও হিমেল বাতাসের কারণে বাড়ছে শীতের প্রকোপ। 

গাইবান্ধায় ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে খেটে খাওয়া মানুষ। তারা জানান, কুয়াশায় রাস্তাঘাট দেখা যায় না, সেই সঙ্গে আছে বাতাস। খুব ঠাণ্ডা। 

ঠাকুরগাঁওয়ে ছিন্নমূল, দিনমজুর, রিক্সা ও অটোচালকসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন দুর্ভোগে।

এদিকে কনকনে শীতে সিরাজগঞ্জে জনজীবন বিপর্যস্ত। লালমনিরহাটে কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশংকায় চাষীরা। 

চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় দুর্ভোগে ছিন্নমুল মানুষ। 
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি