বেনাপোলে বন্ধ আমদানি-রফতানি
প্রকাশিত : ১৩:২৪, ২৬ জানুয়ারি ২০২১
ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
এর ফলে দু’দেশের সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজের কাজ স্বাভাবিক রয়েছে। পাসপোর্টযাত্রী যাতায়াতও রয়েছে স্বাভাবিক।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ‘মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় এ পথে কোন আমদানি-রফতানি হবে না। আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে।’
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার শহিদুল ইসলাম জানান, ‘সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার কারণে উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। বেনাপোল কাস্টম হাউজে সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ‘আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য লোড ও ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড চলবে।’
এআই/এসএ/
আরও পড়ুন