ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে অর্থদণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা 

প্রকাশিত : ১৬:০০, ২৬ জানুয়ারি ২০২১

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ঢাকার দোহারে মিজানুর রহমান নামে এক বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৫ জানুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল মিজানুর। সোমবার রাতে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের সত্যতা পেলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

এআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি