ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে ১০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৯, ২৬ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের বন্দরে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকা জরিমানা এবং ভাটার চুল্লিসহ ইট তৈরীর কাচাঁমাল গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী সচিব মো. আবু হাসানসহ নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এবং জেলা পুলিশের সদস্যরা।

ইটভাটা দুটির মালিক ধামঘড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ বলে জানা গেছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন যাবত জেলার বন্দর উপজেলার জাংগাল ও কেওঢালা এলাকায় অবৈধভাবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এসব ইটভাটা তৈরী করে কৃষিজমির মাটি কেটে ইট তৈরী করছে একটি মহল। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি